১০ দিনে মুভমেন্ট পাস পেতে ২০ কোটি ৪৫ লাখ হিট

২৪ এপ্রিল, ২০২১ ১২:২৭  
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত দ্বিতীয় দফার লকডাউন চলছে। জরুরি প্রয়োজনে বাইরে যেতে গত ১৩ এপ্রিল মুভমেন্ট পাসের ব্যবস্থা করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি। আর পাস পেয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন। শনিবার (২৪ এপ্রিল)  এ তথ্য দিয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা। তিনি বলেন, ‘১০ দিনে মোট ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জনকে মুভমেন্ট পাস দেয়া হয়েছে। আর গত ১০ দিনে মুভমেন্ট পাস ওয়েবসাইটে হিট হয়েছে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি।’